০১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লায় এজেন্ট ব্যাংকে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

  • তারিখ : ০৫:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • / 510

মনোহরগঞ্জ প্রতিনিধি।।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারে অবস্থিত ইসলামি ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) এর বোল্ট ভেঙ্গে অজ্ঞাতনামা ডাকাতের দল অর্থ ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতির ঘটনাটি ঘটেছে গত ২৩ মে সোমবার রাত অনুমান ৩.৩৫ মিনিটের সময়।

জানা যায়, ব্যাংক ডাকাতির ঘটনার পরদিন মঙ্গলবার ব্যাংক এর ইনচার্জ মো: ফাহাদ হোসাইন বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর লাকসাম সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মহিতুল ইসলামের সু-চিন্তিত পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আলমের দিকনির্দেশনায় মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচীর নেতৃত্বে এসআই আল-হাদী রবিন, এসআই এমদাদুল হক ও সংগীয় ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ২ তারিখ বৃহস্পতিবার অজ্ঞাত ডাকাতদের সর্দারসহ মোট ০৭ (জন) আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলো- ভোলা জেলার ভোলা সদর উপজেলার গোলী গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. জাফর (২৮), একই জেলার নবীপুর গ্রামের মৃত বেলায়েত মিয়ার পুত্র রুহুল আমিন সেজু (৪২), ফারুক হোসেনের পুত্র আক্তার হোসেন (৩০), শান্তিরহাট শিবপুর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মো. হোসেন (২২), নবীপুর এলাকার মৃত জয়নাল আবেদিনের পুত্র মো. মাসুদুর রহমান, ভোলা পৌরসভা এলাকার কালিবাড়ি রোড এলাকার রফিকুল ইসলামের পুত্র মো. আব্বাস (৩২) এবং শিবপুর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মো. মিলন (২০)।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেফতারের পর ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত কাটার (হেক্সো ব্লেড), ডাকাতিকালে ব্যবহৃত আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত এবং ডাকাতিকালে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ধৃত আসামীদের মধ্যে ০২ জন আসামী নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজধারী কার্য বিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে। পরে বিজ্ঞ আদালত আসামীদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। গ্রেফতারকৃত ডাকাতেরা মনোহরগঞ্জ উপজেলায় আর্সেনিক মুক্ত গভীর নলকূপের কাজ করতে আসছে৷ এরই সুবাধে তারা ডাকাতিতে লিপ্ত হয়।

শেয়ার করুন

কুমিল্লায় এজেন্ট ব্যাংকে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

তারিখ : ০৫:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২

মনোহরগঞ্জ প্রতিনিধি।।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারে অবস্থিত ইসলামি ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) এর বোল্ট ভেঙ্গে অজ্ঞাতনামা ডাকাতের দল অর্থ ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতির ঘটনাটি ঘটেছে গত ২৩ মে সোমবার রাত অনুমান ৩.৩৫ মিনিটের সময়।

জানা যায়, ব্যাংক ডাকাতির ঘটনার পরদিন মঙ্গলবার ব্যাংক এর ইনচার্জ মো: ফাহাদ হোসাইন বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর লাকসাম সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মহিতুল ইসলামের সু-চিন্তিত পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আলমের দিকনির্দেশনায় মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচীর নেতৃত্বে এসআই আল-হাদী রবিন, এসআই এমদাদুল হক ও সংগীয় ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ২ তারিখ বৃহস্পতিবার অজ্ঞাত ডাকাতদের সর্দারসহ মোট ০৭ (জন) আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলো- ভোলা জেলার ভোলা সদর উপজেলার গোলী গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. জাফর (২৮), একই জেলার নবীপুর গ্রামের মৃত বেলায়েত মিয়ার পুত্র রুহুল আমিন সেজু (৪২), ফারুক হোসেনের পুত্র আক্তার হোসেন (৩০), শান্তিরহাট শিবপুর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মো. হোসেন (২২), নবীপুর এলাকার মৃত জয়নাল আবেদিনের পুত্র মো. মাসুদুর রহমান, ভোলা পৌরসভা এলাকার কালিবাড়ি রোড এলাকার রফিকুল ইসলামের পুত্র মো. আব্বাস (৩২) এবং শিবপুর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মো. মিলন (২০)।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেফতারের পর ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত কাটার (হেক্সো ব্লেড), ডাকাতিকালে ব্যবহৃত আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত এবং ডাকাতিকালে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ধৃত আসামীদের মধ্যে ০২ জন আসামী নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজধারী কার্য বিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে। পরে বিজ্ঞ আদালত আসামীদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। গ্রেফতারকৃত ডাকাতেরা মনোহরগঞ্জ উপজেলায় আর্সেনিক মুক্ত গভীর নলকূপের কাজ করতে আসছে৷ এরই সুবাধে তারা ডাকাতিতে লিপ্ত হয়।