কুমিল্লায় নিখোঁজের তিনদিন পরও মাদরাসার ছাত্র ফয়সাল আহমেদ সামী’র সন্ধ্যান মেলেনি

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চকবাজার যিন নুরাইন মডেল মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ফয়সাল আহমেদ সামী নিখোঁজ হওয়ার তিনদিন পরও সন্ধ্যান মেলেনি। এ ঘটনায় রবিবার
ফয়সাল আহমেদ সামী’র পিতা মোঃ মফিজ কুমিল্লা কোতয়ালী মডেল থানায় জিডি করেছেন।

সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার কচুয়া থানার মোঃ মফিজ’র ছেলে ফয়সাল আহমেদ সামী (১৭) কুমিল্লার চকবাজার যিন নুরাইন মডেল মাদরাসার হেফজ বিভাগে পড়তো। গত ২২জুলাই শুক্রবার জুম্মা’র নামাজের পর কুমিল্লা কোতোয়ালী মডেল থানাধীন চকবাজার থেকে সে নিখোঁজ হয়ে যায়। সকল আত্মীয়-স্বজন এবং পরিচিত জায়গায় তিন দিন যাবত খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় (২৪ জুলাই) রবিবার ফয়সাল আহমেদ সামী’র পিতা মোঃ মফিজ কুমিল্লা কোতয়ালী মডেল থানায় নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি করেন।

এ বিষয়ে মোঃ মফিজ সাংবাদিকদের জানান, নিখোঁজ হওয়ার ফয়সাল আহমেদ সামী’র মুখমন্ডল লম্বা,গায়ের রং কালো শ্যামলাটে, পড়নে ছিল অফ হোয়াইট কালারের পাঞ্জাবি-পায়জামা। কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির খোঁজ পেলে ০১৮২১-৯৬৭৫৯৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!