প্রেস বিজ্ঞপ্তি :
কুমিল্লার সীমান্তে করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে ঘরে থাকা সীমান্ত এলাকার কর্মহীন, দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও দুস্থ পরিবারের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি।
গত ০৫ মে ২০২০ তারিখ হতে উক্ত ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয় এবং অদ্য ০৮ মে ২০২০ তারিখ কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ ২০ টি বিওপি/পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকায় ৯১৪ টি হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন বিবির বাজার হাই স্কুল মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিজিবি কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, বিজিবিএম, পিবিজিএম এবং ১০ বিজিবি এর অধিনায়ক ও উপ-অধিনায়ক উপস্থিত ছিলেন। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১০০০ টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।