কুমিল্লায় সিজার ছাড়াই একসাথে ৪ শিশুর জন্ম

স্টাফ রিপোর্টার:

কোন রকম সিজার ছাড়াই নরমাল ডেলিভারীতে (প্রসব) চার শিশুর জন্ম হল। এমন ব্যতিক্রম ও প্রশংসনীয় ঘটনার স্বাক্ষী হলেন গাইনী চিকিৎসক  ডাঃ শাহিদা আক্তার রাখি।

কুমিল্লা নগরীর গোমতী হাসপাতালে এ  চার শিশুর জন্ম হয়।জন্ম নেওয়া চার সন্তানের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে শিশু।

এই চার শিশুর মা হলেন  কুমিল্লা সদর দক্ষিণের লালবাগ এলাকার জিল্লুর রহমানের স্ত্রী সাদিয়া আক্তার।

কোন রকম সিজার ছাড়াই নরমাল ডেলিভারীতে চার শিশুর জন্মের ঘটনা কুমিল্লায় এর আগে ঘটেছে বলে জানা যায় নি। নরমাল ডেলিভারি করানোর জন্য গাইনী চিকিৎসক  ডাঃ শাহিদা আক্তার রাখির  প্রশংসনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়, ১ম জনের ওজন প্রায় ১১০০ গ্রাম, ২য় জনের প্রায় ১০০০ গ্রাম, ৩য় জনের ওজন প্রায় ৯০০গ্রাম, আর ৪র্থ জনের ওজন প্রায় ৮০০ গ্রাম। এই পরিবারের প্রথম সন্তান মেয়ে আতিফা জাহান সারার বয়স প্রায় ৪ বছর।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!