নাঈম পিন্স :
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ধান কাটার জন্য কুমিল্লায় আটকে পড়া ঐ এলাকার শ্রমিকদের চতুর্থ দফায় ৩টি বাসে করে পাঠানো হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ১৩৫ জন শ্রমিককে নগরীর শাসনগাছা থেকে সেখানে পাঠানো হয়।
এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, মো. শাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবানুনাশক স্প্রে করে বাসে উঠানোসহ করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়।
এছাড়া প্রত্যেক শ্রমিককে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা নির্ণয় করা হয় এবং মাস্ক ও শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়। উল্লেখ্য, এর আগে ৩ দফায় ২৬১ জন আটকে পড়া শ্রমিককে ঐ এলাকায় পাঠানো হয়।