চৌয়ারা ইউনিয়নের সিন্ধুয়ায় অনুমোদনহীন মাটি বহন, ট্রলির চাকায় নষ্ট হচ্ছে সড়ক

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সিন্ধুয়ায় মাটি বহনকারী ট্রাক্টরের চলাচলে সড়ক বেহাল হয়ে গেছে। এতে সড়কে সৃষ্টি হচ্ছে খানাখন্দ। ধুলা ও ট্রলির শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। এ বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে চাচ্ছে না। প্রশাসনের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসি।
জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের সিন্ধুয়া গ্রামের সড়কের উপর দিয়ে দেদারসে চলছে মাটি বোঝাইকারী ট্রাক্টর। ফলে ওই সড়কটি বেহাল হয়ে পড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় আবুল কাশেমের মালিকানাধীন জায়গা থেকে এয়াছিনের নেতৃত্বে একটি সিন্ডিকেট মাটি কেটে খালি জায়গা ভরাটকরা সহ বিভিন্ন স্থানে মাটি সরবরাহ করছে। তাই প্রতিদিন মাটিবোঝাই বহু ট্রলি সড়ক দিয়ে যাতায়াত করে। ট্রলিগুলোর বেপরোয়া চলাচলে ধুলাবালু উড়ে রাস্তার পাশে থাকা সাধারণ মানুষের ঘরবাড়ির ভেতরে ঢুকে। তবে ট্রলি চলাচল বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আগামী বৃষ্টিতে সড়কের ধুলা সেঁতসেঁতে অবস্থা পরিণত হবে। কর্দমাক্তে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা। ধুলাবালুর কারণে মুখে রুমাল দিয়ে চলতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একলোক জানায়, এ সরকার গ্রামকে শহর করার লক্ষ্যে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। সরকারের ভাবমূর্তি নস্ট করতে এয়াছিন এর নেতৃত্বে একটি সিন্ডিকেট মাটি বহন করে রাস্তাঘাট নষ্ট করছে। প্রশাসনের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

জায়গার মালিক আবুল কাশেম জানান, মাছের প্রজেক্টের প্রয়োজনে মাটি কেটেছি। ট্রাক্টরের ধূলি বালিতে সাধারণ মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। রাস্তার যাতে ক্ষতি না হয় সে বিষয়টিও মাথায় রয়েছে। এ মাটি কাটার জন্য সদর দক্ষিণ ইউএনও অফিসে অনুমতি চাওয়া হয়েছে।

চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে চৌয়ারা ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল উন্নয়নমূলক কাজগুলো দেখবাল করার দায়িত্বও সকলের। সিন্ধুয়া গ্রামের কোন ব্যক্তি স্বার্থের কারণে সরকারের উন্নয়ন ধূলিসাৎ হতে দেয়া হবে না।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান, সিন্ধুয়ায় কাউকে মাটি কাটার অনুমোদন দেয়া হয়নি। মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!