ঢাকায় ফেনসিডিল পাচারকালে আটক কুমিল্লার ছাত্রলীগ নেতা

অনলাইন ডেস্ক :

স্কুল ব্যাগে করে মাদক পাচারকালে কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা রিজওয়ান চৌধুরীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক রিজওয়ান কুমিল্লা মহানগর ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সোমবার (২৩ আগস্ট) পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগে, রবিবার (২২ আগস্ট) কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারকালে পুলিশ তাকে গ্রেফতার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ব্যাগে লুকিয়ে কুমিল্লা থেকে ঢাকায় মাদক পাচারকালে পুলিশ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। পরে মাদক পাচার মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার কারাগারে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগ নেতা রিজওয়ান ঢাকার কাফরুল থানাধীন কাজীপাড়া এলাকার ওয়াহিদ চৌধুরীর ছেলে হলেও থাকেন কুমিল্লা নগরীর ১১নং ওয়ার্ডে মামার বাড়িতে। এখানেই তার বেড়ে ওঠা। রিজওয়ান কুমিল্লা থেকেই ছাত্রলীগের রাজনীতি করেন এবং মহানগর ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত কারও স্থান ছাত্রলীগে নেই। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
error: ধন্যবাদ!