পদুয়ার বাজার বিশ্বরোডে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
- তারিখ : ০৪:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / 604
নিজস্ব প্রতিবেদক :
“নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি,নারী বান্ধব দেশ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোডস্থ মদিনা মার্কেটে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার খাদেমুল বাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওয়াহিদ মজুমদার,সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কাউন্সিলর শাহ আলম মজুমদার,২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের মজুমদার বুলু,যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন,মহানগর যুবলীগ সদস্য সদস্য দুলাল হোসেন অপু।
এ সময় ২২নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক শিমুল ঘোষ,যুগ্ম আহবায়ক আঃহালিম,হানিফ মিয়া দুলাল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।