মো.জাকির হোসেন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকায় বুধবার সন্ধ্যায় ফোরলেনের উল্টোপথে বৈদ্যুতিক খুঁটি ঠেলাগাড়িতে করে নিয়ে আসার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় জাহিদুল ইসলাম (২৬) নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও দু’জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সুত্র জানায়, মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার এলাকায় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি বসানোর জন্য কয়েকজন শ্রমিক গতকাল বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় একটি ঠেলাগাড়ি যোগে বৈদ্যুতিক খুঁটি নিয়ে ফোরলেনের ঢাকাগামী অংশ দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক ( ঢাকা-মেট্রো-ট-১৩-৫৯১০) পিলারসহ ঠেলাগাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল নামের এক শ্রমিক নিহত ও আরো দু’জন গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। এসময় পথচারীরা চালকসহ ট্রাকটি আটক করে। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।