মনোহরগঞ্জ উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান ভুঁইয়া হার্ট স্ট্রোক করে মারা গেছেন
- তারিখ : ০৪:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / 472
আকবর হোসেন:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো. জিল্লুর রহমান ভুঁইয়া (৩৫) হার্ট স্ট্রোক করে আজ শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি…… রাজেউন)। তার বাড়ি উপজেলার ঝলম উওর ইউনিয়নের বাংলাইশ গ্রামে।
তিনি দীর্ঘদিন থেকে মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। সবার সাথে দেখা হলে তিনি হাসিমুখে কথা বলতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ২ মেয়েসহ বহু আত্নীয়- স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
আজ বিকাল ৫.৩০ মিনিটের সময় মরহুমের জানাযার নামাজ তার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
জানাযার নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জিল্লুর রহমান ভুঁইয়ার মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা ও উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করুন। আমিন।