শিরোনাম  :   
                    
                    মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন
- তারিখ : ০৭:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
 - / 1199
 
আকবর হোসেন :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার ইসলামের ইতিহাস বিষয়ের মধ্যদিয়ে শেষ হয়েছে দাখিল পরীক্ষা। এ কেন্দ্রে মোট ২৯০ জন পরীক্ষার্থী  আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।  এ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মো. হাসান ইমাম। সচিবের দায়িত্ব পালন করেন নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মোঃ হুজ্জাতুল ইসলাম। সহকারী সচিবের দায়িত্ব পালন করেন লক্ষণপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো. ছানা উল্লাহ বশারী ও ফেনুয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মো. শাহ আলম। তও্বাবধায়কের দায়িত্ব পালন করেন শাহপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন।
                            
																			










