যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোতালেব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
খুন ও ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী মোতালেবকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, খুন সহ ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত ডাকাত মোতালেব (৪৮), পিতা- আলী আহমেদ, সাং- ধনাইতরি, থানা- সদর দক্ষিণ, কুমিল্লাকে  বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল গ্রেফতার করে। উক্ত ডাকাত গত ১০ বছর যাবৎ চট্টগ্রামে আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে ছদ্মবেশে বসবাস করতেন। ঈদের পরে বাড়িতে আসার সংবাদ পেয়ে তাকে কৌশলে বৃহস্পতিবার ১২.৩০ ঘটিকায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ১৯৯৭ সালে কুমিল্লা কোতোয়ালি থানার এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, দুপুর তিনটায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!