রোজা মুখে কৃষকের ধান কেটে দিল কসবার ছাত্রলীগ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় রোজা রেখেও কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের কৃষক মো. রফিক মিয়ার ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে ছাত্রলীগের নেতাকর্মীরাই বাড়ি পৌঁছে দেন।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আফজাল হোসেন রিমনের নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী ধান কাটা ও কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেওয়ার কাজে অংশ নেন। ছাত্রলীগের নেতাকর্মী প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে নিয়ে ধান কাটার কাজে অংশ নেন।

এ সময় কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, টি আলী কলেজ ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান সাগর, সাধারণ সম্পাদক সায়মুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন বলেন, করোনার পরিস্থিতিতে মানুষের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক আমরা কৃষকের ধান কাটতে পেরে খুশি।

এ কর্মসূচি অব্যাহত থাকবে। কৃষক রফিক মিয়া জানান, শ্রমিক সংকটের কারণে তিনি জমির ধান কাটতে পারছিলেন না বলে চিন্তিত ছিলেন। ছাত্রলীগের আহ্বায়কের ফোন নাম্বার সংগ্রহ করে তাকে বিষয়টি জানালে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ধান কেটে তাঁর বাড়ি পৌঁছে দেয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!