শিরোনাম :
লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মিছিল-অবরোধ
- তারিখ : ০৪:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / 281
অনলাইন ডেস্ক :
লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় মিছিল ও সমাবেশ করছে স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় তারা নিউমার্কেটের সামনের সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রবিবার দুপুরের পর নিউমার্কেটের সামনে থেকে ব্যবসায়ীরা মিছিল বের করে। ব্যবসায়ীরা বলেন, আমরা কোনো লকডাউন চাই না। এটাই আমাদের এক দফা দাবি।
প্রসঙ্গত, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার (৫ এপ্রিল) ভোর ৬টা থেকে থেকে আগামী রোববার (১১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে।
বিডি-প্রতিদিন