লালমাই উপজেলার বারাইপুরে একশত ফলজ গাছ কর্তন ও স্বর্নলংকার লুটপাটের অভিযোগ

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

কুমিল্লার লালমাই উপজেলার ভুলনই উত্তর ইউনিয়নের বারাইপুর গ্রামে একশত ফলজ গাছ কর্তন করা সহ দশ ভরি স্বর্ণ এবং নগদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে ওই গ্রামের আব্দুল মান্নান সর্দ্দারের বাড়িতে মধ্য যুগীয় কায়দায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় লালমাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,বাদীর ছোট ভাই সিদ্দিকুর রহমান ও তার ছেলে রিপন, রিয়াজ মেয়ের জামাই খোরশেদের নেতৃত্বে ১২/১৪ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আক্রামন করে বাড়ির আম, জাম, কাঁঠাল, লিচু, লেবু, পেয়ারা, সুপারিসহ ফলজ গাজ কর্তন করে। অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে প্রবেশ করে মহিলাদের মারধর করে, চাবি ছিনিয়ে নিয়ে স্বর্ন ও টাকা লুট করে নিয়ে যায়। মহিলাদের আত্ম চিৎকারে লোকজন আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আউয়ুব জানান,এই ঘটনায় থানায় অভিযোগ গ্রহন করা হয়েছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!