লালমাইয়ে শাসনপাড় গ্রামের ৬০ পরিবারের চলাচলের পথের ব্যবস্থা করলেন ইউএনও ইয়াসির আরাফাত

মোঃজয়নাল আবেদীন জয় :

৪ঠা জুন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ পেয়ে ইউএনও, লালমাই এর উদ্যোগে পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড় গ্রামের ৬০ টি পরিবারের চলাচল সুগম হলো! সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কয়েকজন স্হানীয় শুভাকাঙ্খির মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা প্রকৌশলী উজ্জল চৌধুরী ও ইউপি চেয়ারম্যান সফিকুর রহমানকে নিয়ে আজ বেলা ১২.২০ এ ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যান সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার লালমাই কে.এম.ইয়াসির আরাফাত।

এসময় তিনি ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড় গ্রামের স্হানীয় জনগণের নিকট চলাচলের সমস্যা ও উদ্যোগের কথা শুনে তাৎক্ষণিক সরকার ও মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের পক্ষে ২লক্ষ টাকার সরকারী বরাদ্দ প্রদানের ঘোষণা দেন।

এছাড়া স্হানীয় চেয়ারম্যান সফিকুর রহমান এডিপির বরাদ্দ দিয়ে সরকারীভাবে রাস্তা করে দেওয়া সমাজসেবক রফিকুল ইসলাম নির্মাণাধীন গাইডওয়ালের জন্য পাচ হাজার ইট, স্হানীয় ইউপি মেম্বার ২০ বস্তা সিমেন্ট, লালমাই উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন ২০০০ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। স্হানীয় জনগণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তায় মাটি ভরাট করবেন। ইউএনও সম্মিলিত প্রচেষ্টায় এ ধরণের মহতী উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

পরে তিনি এলজিইডি বিভাগের তত্তাবধানে চলমান সরকারি উন্নয়ন প্রকল্পসমূহের পরিদর্শন করেন। তিনি চলমান প্রকল্পসমূহে জড়িত সকলকে স্বাস্হ্যবিধি মেনে কাজ করা ও কাজের গুণগতমান ঠিক রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় উপজেলা প্রকৌশলী ও স্হানীয় জনপ্রতিনিধিগণ উপস্হিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!