শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে কুবি’র প্রশাসনিক ভবনে তালা

কুবি প্রতিনিধি:

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনে অংশ নিয়ে আইসিটি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আফসার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছুই স্বাভাবিক চলছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখার কোনো যৌক্তিকতা নেই। অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা এসময়, ‘আমাদের দাবি মানতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’,‘অনলাইনে পরীক্ষা মানি না, মানবো না,‘শিক্ষা নিয়ে তামাশা মানিনা, মানবো না’-এসব স্লোগান দিতে থাকেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
error: ধন্যবাদ!