নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও পল্লীসমাজ মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে রবিবার দুপুরে সামাজিক সম্প্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজনের মধ্যে ছিল রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন, বালিশ খেলা, বাল্য বিবাহ না বলে লাল কার্ড প্রদর্শনী, স্বাস্থ্য বিষয়ক সার্ভিস ক্যাম্পিং।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাব সভাপতি ও কুমিল্লা এসডি নিউজ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, কুমিল্লা সিটি স্কুলের প্রিন্সিপাল জহিরুল ইসলাম চৌধুরী, সমাজ সেবক মহসিন আলী বাবু,ইউপি সদস্য ইমরান হোসেন, পল্লী সমাজ নেতা রুবি আক্তার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ তৌহিদুর রহমান, এসএসপিটি, সঞ্জয় কুমার ঠাকুর,মনিটরিং অফিসার পলাশ বিশ্বাস, কর্মসূচি সংগঠক মো: মাসুদ রানা প্রমূখ।
উপস্থিত বক্তারা বলেন, করোনা কালীন সময়ে পল্লী সমাজের এই ধরনের মহতী অনুষ্ঠাানের ফলে সকলের মধ্যে ভেদাভেদ ভুলে সকলকে একই ছাতার নিচেই আসতে সাহায্য করবে। বাচ্ছাদের মধ্যে সৃজনশীল চর্চার ফলে তাদের ভিতর নতুন কিছু বিকশিত হবে। সমাজ সেবক মহসিন বাবু ও মেম্বার ইমরানের অর্থায়নে অনুষ্ঠানে শেষে বিজয়ী মাঝে পুরস্কার ও সকল সদস্যদের হাঁত ধোয়া, নিরাপদ থাকার জন্য সাবান ও মাস্ক দেওয়া হয়।