মাজহারুল ইসলাম বাপ্পি :
কুমিল্লা সদর দক্ষিণে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ইলিয়াস (৩৩) কে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। সে সদর দক্ষিণ মডেল থানাধীন পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়ার দুদু মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এ.এস.আই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে কুড়িয়াপাড়ায় মাদক ব্যবসায়ী ইলিয়াসের বাড়িতে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ইলিয়াসকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী কুমিল্লা এসডি নিউজ ২৪ কে জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানা এলাকায় কোন প্রকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীর স্থান নেই। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে ।