সদর দক্ষিণের সুয়ারখিলে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মাজহারুল ইসলাম :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সুয়াগাজী বাজার সংলগ্ন সুয়ারখিল গ্রামে ভয়াভহ অগ্নিকান্ডে ছয়টি ঘর পুড়ে গেছে। এতে তিনটি পরিবারের প্রায় দশ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

জানা যায় , কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন সুয়ারখিলে শনিবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকান্ড মোস্তফা, আমির হোসেন ও রোকেয়া বেগম এর ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাৎক্ষনিক অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

স্থানীয় যুবলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন কুমিল্লা এসডি নিউজ কে জানান, অগ্নিকান্ডের খবর শুনে আশপাশের মানুষ আগুন নিবানোর কাজে সহযোগিতা করে। এতেও আগুনের লেলিহান শিখা হতে রক্ষা পায়নি ঘরের আসবাবপত্রগুলো। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় তিনটি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল করিম কুমিল্লা এসডি নিউজ কে জানান, ঘটনাস্থলে রয়েছি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!