নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড পল্লী বিদ্যুৎ সংলগ্ন ইউটার্ণে ট্রাক চাপায় নিহত ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ( ৩৮) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ যোহর নগরীর ২২নং ওয়ার্ডের গোপিনাথপুর মসজিদ সংলগ্ন মাঠে হাজারো মুসল্লীর উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার রাত সাড়ে ৯ টায় পদুয়ার বাজার বিশ্বরোডস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে পল্লী বিদ্যুৎ সংলগ্ন ইউটার্ণে ট্রাক চাপায় মারাত্মক আহত হলে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত সোয়া ১২ টায় তার মৃত্যু হয়। সর্বদা হাসোজ্জ্বল ব্যবসায়ী তফাজ্জল হোসেন এর মৃত্যুর খবরে পাড়া-প্রতিবেশি, আত্নীয় স্বজন,বন্ধুমহলসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।