০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২ লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান

হিন্দু বাড়িঘরে হামলা: প্রধান আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

  • তারিখ : ০৩:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / 406

সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের মামলার মূল আসামি ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। ইউপি সদস্য শহীদুল ছাড়া আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ নিয়ে দুই মামলায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার হয়েছে।

এর আগে, গতকাল শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলার শিকার সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি পরিদর্শনে যান সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও ডিআইজি মফিজ উদ্দিন। তারা জানান, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দেয়া হয় আর্থিক সহায়তা। এছাড়া, নতুন করে ঘর করে দেয়ার আশ্বাস দেয় প্রশাসন।

প্রসঙ্গত, গেল ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলায় হেফাজত নেতা মামুনুল হকের দেয়া বক্তব্যের সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দেন এক হিন্দু যুবক। তার দেয়া স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হলে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশের সোপর্দ করে। পরে ওই রাতেই প্রতিবাদ মিছিল করে এলাকাবাসী। পরদিন ১৭ মার্চ সকালে ধর্মীয় উস্কানির অভিযোগে নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ওই ঘটনায় শাল্লা থানার পুলিশ অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে মামলা করেছে। এছাড়া হামলা ও লুটপাটের পর বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয় দিরাইয়ের তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে।

শেয়ার করুন

হিন্দু বাড়িঘরে হামলা: প্রধান আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

তারিখ : ০৩:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১

সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের মামলার মূল আসামি ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। ইউপি সদস্য শহীদুল ছাড়া আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ নিয়ে দুই মামলায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার হয়েছে।

এর আগে, গতকাল শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলার শিকার সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি পরিদর্শনে যান সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও ডিআইজি মফিজ উদ্দিন। তারা জানান, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দেয়া হয় আর্থিক সহায়তা। এছাড়া, নতুন করে ঘর করে দেয়ার আশ্বাস দেয় প্রশাসন।

প্রসঙ্গত, গেল ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলায় হেফাজত নেতা মামুনুল হকের দেয়া বক্তব্যের সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দেন এক হিন্দু যুবক। তার দেয়া স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হলে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশের সোপর্দ করে। পরে ওই রাতেই প্রতিবাদ মিছিল করে এলাকাবাসী। পরদিন ১৭ মার্চ সকালে ধর্মীয় উস্কানির অভিযোগে নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ওই ঘটনায় শাল্লা থানার পুলিশ অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে মামলা করেছে। এছাড়া হামলা ও লুটপাটের পর বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয় দিরাইয়ের তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে।