মিরপুরে রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।

সকাল পৌনে ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। একইসাথে কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে বস্তির বেশিরভাগ ঘরবাড়ি ভস্মিভূত হয়ে গেছে। সকালে বেশিরভাগ মানুষ কাজে বের হওয়ায় আগুনে ঘরবাড়ি ও বিভিন্ন দ্রব্য সামগ্রীর বেশি ক্ষতি হয়েছে। কারণ ঘরবাড়িতে কেউ না থাকায় ঘরবাড়ির কোন কিছু নিরাপদে সরাতে পারেনি কেউ। এখন অসহায়ের মতো সবকিছু হারিয়ে নি:স্ব মানুষগুলো আগুনের লেলিহান শিখা নিভে যাওয়ার অপেক্ষায় আছেন।

এরআগে গতবছরের আগস্ট মাসে এই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। সন্ধ্যা ৭টা ২২ মিনিটে এই বস্তিতে আগুনের সূত্রপাত হলে রাত সাড়ে ১০টার দিকে
ফায়ার সার্ভিসের ২৪ ইউনিট কাজ করে নিয়ন্ত্রণে আনে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!