০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২ লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ হবে এশিয়ার পঞ্চম টাইগার-অর্থমন্ত্রী

  • তারিখ : ১১:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • / 420

আওয়ামী লীগ সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ অর্থনীতিতে এশিয়ার পঞ্চম টাইগারে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৪ মার্চ) ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ‘অপ্রদর্শিত আয় সব খাতে বিনিয়োগ করার সুযোগ আগামী বাজেটেও দেওয়া হবে কিনা, সেটা এ মুহূর্তে বলা যাবে না। আগামী বাজেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিক সূচকের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এখন ৪১ নম্বরে আছি। করোনা সংক্রমণ পরিস্থিতির আগ পর্যন্ত গত ১০ বছর আমরা অসাধারণ গতিশীলতায় এগিয়েছি। ১৯৬০ থেকে ১৯৯০ সাল, এরপর ৩০ বছর পর্যন্ত চারটি এশিয়ান টাইগার ধরা হয়। তারা ৬, ৭ কিংবা ৮ এই অনুপাতে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। আমরা কিন্তু একই ধারাবাহিকতায় ৬, ৭ কিংবা ৮-এ চলে গেছি। এতে মনে করেন আমরা যদি আর পাঁচ বছর থাকি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস, আমরা পঞ্চম এশিয়া টাইগার হিসেবে আসতে পারবো।’

অর্থমন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেনটেন্যান্স ড্রেজিংয়ের কাজ হবে। আগে এটা ছিল জয়েন্ট ভেঞ্চারে বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে হবে, এখন আর সেটা হচ্ছে না।’

অর্থমন্ত্রী জানান, পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ‘ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং’ কার্যক্রম পিপিপি পদ্ধতির পরিবর্তে সংস্থার নিজস্ব অর্থায়নে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের ন্যাশনাল সিড করপোরেশন (এনএসসি) থেকে জেআরও-৫২৪ জাতের ৮০০ মেট্রিক টন মানঘোষিত পাটের বীজ সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ হবে এশিয়ার পঞ্চম টাইগার-অর্থমন্ত্রী

তারিখ : ১১:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১

আওয়ামী লীগ সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ অর্থনীতিতে এশিয়ার পঞ্চম টাইগারে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৪ মার্চ) ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ‘অপ্রদর্শিত আয় সব খাতে বিনিয়োগ করার সুযোগ আগামী বাজেটেও দেওয়া হবে কিনা, সেটা এ মুহূর্তে বলা যাবে না। আগামী বাজেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিক সূচকের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এখন ৪১ নম্বরে আছি। করোনা সংক্রমণ পরিস্থিতির আগ পর্যন্ত গত ১০ বছর আমরা অসাধারণ গতিশীলতায় এগিয়েছি। ১৯৬০ থেকে ১৯৯০ সাল, এরপর ৩০ বছর পর্যন্ত চারটি এশিয়ান টাইগার ধরা হয়। তারা ৬, ৭ কিংবা ৮ এই অনুপাতে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। আমরা কিন্তু একই ধারাবাহিকতায় ৬, ৭ কিংবা ৮-এ চলে গেছি। এতে মনে করেন আমরা যদি আর পাঁচ বছর থাকি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস, আমরা পঞ্চম এশিয়া টাইগার হিসেবে আসতে পারবো।’

অর্থমন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেনটেন্যান্স ড্রেজিংয়ের কাজ হবে। আগে এটা ছিল জয়েন্ট ভেঞ্চারে বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে হবে, এখন আর সেটা হচ্ছে না।’

অর্থমন্ত্রী জানান, পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ‘ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং’ কার্যক্রম পিপিপি পদ্ধতির পরিবর্তে সংস্থার নিজস্ব অর্থায়নে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের ন্যাশনাল সিড করপোরেশন (এনএসসি) থেকে জেআরও-৫২৪ জাতের ৮০০ মেট্রিক টন মানঘোষিত পাটের বীজ সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।