শিরোনাম :
আদর্শ বাবা কাকে বলে দেখালেন টেন্ডুলকার
- তারিখ : ০৩:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / 476
করোনাভাইরাসের কারণে গৃহবন্দী ব্যাটিং কিংবদন্তী শচীন টেন্ডুলকারও। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে ছেলে অর্জুনের চুলে কেটে দিতে দেখা গেছে শচীনকে। আর তাকে এ কাজে সহায়তা করেছে মেয়ে সারা।
করোনায় সেলুন বন্ধ। তাই বাধ্য হয়ে চুল কাটতে হচ্ছে বাসায়। করোনার কারণে একমাত্র ছেলের চুল কাটার দায়িত্বও নিতে হয়েছে বাবা শচীনকে।
চুল কাটার ভিডিও পোস্ট করে শচীন লিখেছেন, বাবা হিসেবে আপনাকে সবকিছু করতে হবে। সন্তানদের সঙ্গে খেলা, তাদের সঙ্গে জিম করা, তাদের চুল কেটে দিতেও হতে পারে। চুলকাটা যেমনই হোক অর্জুন তোমাকে সবসময় সুন্দরই দেখাবে। আমার সেলুন সহকারী সারাকে বিশেষ ধন্যবাদ।