আল্লামা শফি’র শারীরিক অবস্থার উন্নতি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফি’র শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি আরও দুই-এক দিন চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে বিশেযজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। দেশের শীর্ষ এ কওমী আলেমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

শফিপুত্র মাওলানা মাওলানা আনাস মাদানী বলেন, ‘হুজুরের অবস্থা আগের চেয়ে ভালো।

ওনার শরীরের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।
এতে খারাপ কিছু আসেনি। তার চিকিৎসার জন্য ১২ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে তারা শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়ে আলোচনা করেছেন।
মেডিকেল বোর্ড বৈঠক শেষে শারীরিক অবস্থা উন্নতির কথা জানান। ওনাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। ওনার সুস্থাতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। ’
প্রসঙ্গত, গতকাল রবিবার রাতে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ১০৫ বছর বয়সী আল্লামা শফি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।

১০৫ বছর বয়সী আল্লামা শফি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। এর আগেও তিনি বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডি-প্রতিদিন

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!