শিরোনাম :
‘সৈয়দ আশরাফ ভাইকে হয়তো শ্রদ্ধা জানাতে যাবেন এই ভেবে অপেক্ষা’
- তারিখ : ০৫:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / 342
ছবিটা আজ সকালের। বনানী কবরস্থানে সাংবাদিকদের অপেক্ষা। আওয়ামী লীগের বড় কোনো নেতা হয়তো সৈয়দ আশরাফ ভাইকে শ্রদ্ধা জানাতে যাবেন; এই ভেবে উনারা অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন।
না, কেউ যান নি।
কারও সময় হয় নি। জীবিত সৈয়দ আশরাফের চেয়ে মৃত সৈয়দ আশরাফ আরও বেশি শক্তিশালী! লাখো কর্মীর আবেগ ‘সৈয়দ আশরাফ’।
অনুভূতির আওয়ামী লীগের কর্মীরা তাদের স্বল্পভাষী, ডেডিকেটেড এবং প্রজ্ঞাবান আশরাফ ভাইকে মননে মগজে ধারণ করে। সেই নাম মোছার সাধ্যি কারো নেই।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন










