ইউএনও ও ওসি’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত ১০ দিনের লকডাউনে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত ও লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব। শনিবার সকাল থেকে সরকারের এই দু’জন কর্মকর্তা লালমাই উপজেলার শ্রমজীবি, প্রতিবন্ধী, দিনমজুর ও হতদরিদ্রদের খোঁজে খোঁজে খাদ্য সামগ্রী পৌছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, আধা কেজি তৈল, আধা কেজি পেয়াজ ও একটি সাবান। খাদ্য সামগ্রী পেয়ে শ্রমজীবিরা সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
একইদিনে ইউএনও-ওসি করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিসহ পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলার বাগমারা বাজার, ভুশ্চি বাজার, গৈয়ারভাঙ্গা বাজার, বেলঘর বাজার, যুক্তিখোলা বাজার, আটিটি বাজার, হরিশ্চর বাজার ও আলীশ্বর বাজারে মনিটরিং করেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন ঔষধ দোকানে দূরত্ব চিহৃ এঁকে দেন। বাজারের বিভিন্ন গলিতে জীবাণুনাশক ঔষধ ছিটান। হ্যান্ডমাইকে সচেতনতামূলক তথ্য প্রচার করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!