নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত ১০ দিনের লকডাউনে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত ও লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব। শনিবার সকাল থেকে সরকারের এই দু’জন কর্মকর্তা লালমাই উপজেলার শ্রমজীবি, প্রতিবন্ধী, দিনমজুর ও হতদরিদ্রদের খোঁজে খোঁজে খাদ্য সামগ্রী পৌছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, আধা কেজি তৈল, আধা কেজি পেয়াজ ও একটি সাবান। খাদ্য সামগ্রী পেয়ে শ্রমজীবিরা সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
একইদিনে ইউএনও-ওসি করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিসহ পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলার বাগমারা বাজার, ভুশ্চি বাজার, গৈয়ারভাঙ্গা বাজার, বেলঘর বাজার, যুক্তিখোলা বাজার, আটিটি বাজার, হরিশ্চর বাজার ও আলীশ্বর বাজারে মনিটরিং করেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন ঔষধ দোকানে দূরত্ব চিহৃ এঁকে দেন। বাজারের বিভিন্ন গলিতে জীবাণুনাশক ঔষধ ছিটান। হ্যান্ডমাইকে সচেতনতামূলক তথ্য প্রচার করেন।