মোঃ আব্বাস আলী ।।
কুমিল্লা নগরীর শাকতলার ২১ নং ওয়ার্ডের ইঞ্জিনিয়ার আরিফুর রহমানের দুটি কিডনিই নষ্ট। বর্তমানে ঢাকা জাতীয় কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
আরিফুরের বড় ভাই কাইয়ুম রহমান জানান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। বর্তমানে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে।
তার মাসিক মেডিসিন এবং চিকিৎসা বাবদ ত্রিশ হাজার (৩০,০০০/-) টাকা খরচ হচ্ছে। তার কিডনি প্রতিস্থাপন করতে পঁচিশ লক্ষ(২৫,০০০০০/-) টাকা প্রয়োজন। তার এই ব্যয়বহুল চিকিৎসা খরচ চালিয়ে যাওয়া আমাদের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পরেছে।
ভাইকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সাহায্য কামনা করেছে কাইয়ুম রহমান।
আরিফুর রহমানকে সাহায্য পাঠানোর মাধ্যমঃ
নগদঃ 01723000954
বিকাশঃ 01819116131
রকেটঃ 018191161316