করোনা প্রতিরোধে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২১ মার্চ করোনা প্রতিরোধে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ সভা রবিবার দুপুরে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অনুষ্ঠিত হয়।

সভায় জনসচেতনতার লক্ষ্যে মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ জিয়াউল হক চৌধুরী, মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুর রব, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার।

এ সময় সদর দক্ষিণ প্রেসক্লাবের উপদেস্টা সাংবাদিক মোঃ মিজানুর রহমান, যুবলীগ নেতা শিপন প্রমুখ। বক্তারা বলেন,সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরতে হবে, সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

জনসমাগম বা ঝুঁকিপূর্ণ জায়গায় গেলে সেখান থেকে বাসায় ফিরে কাপড় খুলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। মানুষ নিজের দায়িত্ববোধ থেকে নিজের ও নিজের পরিবারের জন্য মাস্ক পরবে বলে আশা করছি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!