মাজহারুল ইসলাম বাপ্পি :
মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগ আহবায়ক ও লালমাই উপজেলা যুবলীগ নেতা কাউসার মোর্শেদ মজুমদার এর নেতৃত্বে যুবলীগ নেতৃবৃন্দ বাগমারা মহিলা কলেজ সংলগ্ন তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মাধ্যমে মরহুমের আতœার মাগফেরাত কামনা করেন। এ সময় বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোহন,আনোয়ার হোসেন সোহেল,সদস্য মোস্তফা কামাল রোবেল,মো: হুমায়ন কবির,মো: জাহাঙ্গীর,আব্দুল কাদের,মো: বিল্লাল হোসেন,আনোয়ার হোসেন,সাইফুল ইসলাম,জুয়েল,পিজুষ সিংহসহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগ আহবায়ক ও লালমাই উপজেলা যুবলীগ নেতা কাউসার মোর্শেদ মজুমদার বলেন, মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার কুমিল্লার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন। বিশেষ করে দক্ষিণ কুমিল্লার রাজনীতি ও শিক্ষার প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অপরিসীম। ছাত্র জীবনে কৃতিত্বের সাথে নাম লিখালেন জাতীয় মেধা তালিকায় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ^বিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা শেষ করে শিক্ষকতার মহান পেশায় যোগদান করেন। অবহেলিত দক্ষিণ কুমিল্লার জনপদে শিক্ষার আলো ছড়াতে গড়ে তুলেছেন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। মাটি ও মানুষের অর্থ-সামাজিক উন্নয়নে রাজনীতিতে মনোনিবেশ করলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত অন্যের জীবন বিলীন করে দেয়। অধ্যক্ষ আবুল কালাম মজুমদার কুমিল্লা মানুষের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। তাঁর এ অবদান কখনো ভুলার মত নয়।