কুবিতে দুইদিনব্যাপী ফিন্যান্স ফেস্টের উদ্বোধন

স্বকৃত গালিব , কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকি বিভাগের দুইদিনব্যাপী ফিন ফেস্ট শুরু হয়েছে। সোমবার সকালে কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমরান কবির চৌধুরী।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে প্রফেসর এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা হয়।
অনুষ্ঠানের শুরুতে পিঠা উৎসব ও বিভাগটির আয়োজনে বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়। বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আলাদাভাবে বিভিন্ন রকমের পিঠার দোকানের মাধ্যমে এ আয়োজনে অংশ নেন। পরে ফ্ল্যাশমুভ ও সকলের সম্মলিত নাচের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান কার্যক্রম চলে।
বিকালে সকল শিক্ষার্থীদের মধ্য হতে নাচগানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে একক ও যৌথভাবে অংশ নেন শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফেরদৌস জাহান, সহকারী অধ্যাপক এমদাদুল হক, সহকারী অধ্যাপক নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক সুতপা চৌধুরী এবং প্রভাষক ফাহাদ জিয়া, প্রভাষক আল আমিন, প্রভাষক মোঃ মঞ্জুর হোসাইন, প্রভাষক তমা সাহা৷
উল্লেখ্য,আগামীকাল পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রমের অনুষ্ঠিত হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!