কুবির হল সংলগ্ন পাহাড়ে আগুন

কুবি প্রতিনিধি।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অভ্যন্তরীণ একটি পাহাড়ে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকাল ৪ টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝামাঝি পাহাড়ে এ ঘটনা ঘটে।তবে কে বা কারা আগুন লাগিয়েছে এ বিষয়ে বলতে পরেন নি প্রশাসন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কনস্ট্রাকশন কাজে নিয়োজিত প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিক জানান, পাহাড়ের উপরের দিক থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে সে বিষয়ে জানেন না তারা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এসব পাহাড়ে প্রশাসনের সুষ্ঠু তদারকির অভাবে বহিরাগত মাদকসেবি এবং বিভিন্ন মানুষ খেয়ালখুশি মত যাতায়াত করে। তাদের কারও কাজ কিনা এটি দেখার বিষয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, কে আগুন লাগিয়েছে সেটি বলতে পারব না। তবে আমি দ্রুত আগুন নেভানোর ব্যাবস্থা করতেছি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!