নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে।
এ উপলক্ষে ৩১ জুন সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাদ্রাসা,দোকান ও বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যায় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন কমিটির আহ্বায়ক পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শুভ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক ও আসন্ন কমিটির সদস্য সচিব পদপ্রার্থী মো: আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক-গিয়াস উদ্দিন আশিক, আরিফুর রহমান, সজল, তোফায়েল, নাঈম, ইকবাল সহ ছাত্র দলের স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
দোয়া অনুষ্ঠানে নেতাকর্মীরা তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, উনার সন্তান আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করেন এবং দলের চেয়ারপার্সন- বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান-জনাব তারেক রহমান সহ পরিবারের সকলের সুস্থতা সহ দীর্ঘায়ু কামনা করেন।