লালমাই প্রতিনিধি ।। শতবর্ষ উদযাপনে লক্ষ্যে বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সফল অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি কে প্রধান উপদেষ্টা করে ২৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার কে আহবায়ক ও ঢাকাস্থ ব্যবসায়ী মোঃ কামাল হোসেন কে সদস্য সচিব করে ৬৭ সদস্য বিশিষ্ট একটি উদ্যাপন কমিটি করা হয়েছে।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন (এসএসসি ব্যাচ অনুযায়ী)-ভাষাসৈনিক মো: তাজুল ইসলাম শিকারপুরী, লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হামিদ বিএ, ইস্ট ওয়েস্ট ইন্ডাষ্ট্রিয়াল পার্ক লি: এর ব্যবস্থাপনা পরিচালক এম হারুন অর রশিদ, সামছুল হক (বেক্সিমকোর সাবেক ম্যানেজার), লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক বিকম, আবদুল লতিফ মজুমদার, ডা: সুভাষ চন্দ্র সুত্রধর, মো: সামছুল হক, লোটাস কামাল গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মো: অহিদুর রহমান মজুমদার, একেএম আমিনুল ইসলাম সিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলা, প্রাক্তন অতিরিক্ত সচিব মো: হারুনুর রশীদ, মো: সামছুদ্দীন, ডা: মো: সফিকুল ইসলাম, ভাগ্যরানী বনিক, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: কুদরত উল্যাহ, ডা: শ্রী কৃষ্ণ বনিক, অধ্যাপক মো: ফরহাদুল ইসলাম ভুঁইয়া, শিল্পপতি মো: মামুন অর রশিদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী (প্রকিউরমেন্ট) মোঃ আবদুস সাত্তার, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি মোঃ শাহজালাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষনা সংস্থা’র (নাসা) পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
যুগ্ম আহবায়করা হলেন-কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ সফিকুর রহমান, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহাম্মেদ, ব্যবসায়ী আর ডি রনি, ফ্রান্স প্রবাসী মোঃ আলমগীর হোসেন অপু, কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ হায়াতুননবী, ঢাকাস্থ লালমাই উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর ডোমেস্টিক ট্যুরিজম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো: মাহবুব হোসাইন সুমন।
সদস্যরা হলেন-একেএম হাসান সাঈদ তুহিন, মোঃ দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম সওদাগর, অধ্যাপক মোঃ রুহুল আমিন, হারুনুর রশীদ সর্দার, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ কামাল হোসেন (ইউনিভার্সেল কামাল), মোঃ নুরুল ইসলাম, মোঃ সোলাইমান মেহেদী, অমর কৃষ্ণ বনিক মানিক, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আয়াত আলী, মোঃ ইমাম হোসেন, সাহরিয়ার মোঃ হাসান, ডাঃ অমৃত কুমার দেবনাথ, মোঃ হাবীবুর রহমান, অর্থনীতিবিদ মোস্তফা সাজ্জাদ এফসিএ, মোঃ মিজানুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ নূরে আলম ইকবাল, আবদুর রহিম, মোঃ আবু তাহের, মোঃ আক্তার হোসেন, মোঃ লোকমান হোসেন, মোঃ হাসান ইমাম রবিন, কাওছার মোর্শেদ মজুমদার, মোঃ হাবীবুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম মোহন, সুমন রায় চৌধুরী, আবু রুবায়েত ফখরুদ্দীন নয়ন, মোঃ দিদার হোসাইন, মোঃ কাজী কামরুল হাসান ভুট্টু, সফিউল্লা মিয়াজী, মোঃ মোতাহের হোসেন সুজন, মোঃ শামছুর রহমান শিমুল, মোঃ জয়নাল আবেদীন জয়, মোঃ শরীফ মজুমদার, মোঃ জসিম উদ্দিন, মোঃ আবদুল বাতেন, মোঃ আবদুল হান্নান মিয়াজী, মোঃ রবিন মজুমদার, আবদুর রহমান, মাঈন উদ্দীন মহিন, সাইফুল ইসলাম শান্ত, মাহমুদুল হাসান লিয়ন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ এনামুল হক, মোঃ গোলাম মহিউদ্দিন, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, রায়হানুল ইসলাম জুয়েল, মোঃ আরিফুর রহমান, কামরুল আহসান আসিফ, আরিফুল ইসলাম রব্বি ও হাবিব উল্লা পাভেল।
শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, দক্ষিণ কুমিল্লার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি আগামী বছর শতবর্ষে পদার্পণ করবে। শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখার জন্য বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ও শতবর্ষ উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এফসিএ এমপি মহোদয়ের অনুমতি সাপেক্ষে আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শতবর্ষ উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে নাম নিবন্ধন শুরু হয়েছে। এই বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী শতবর্ষ উদযাপনকে সফল করতে আন্তরিকভাবে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করছি।
উল্লেখ্য ১৯২১ সালে প্রতিষ্ঠিত লালমাই উপজেলার শীর্ষ বিদ্যাপীঠ ‘বাগমারা উচ্চ বিদ্যালয়’ ২০২১ সালের প্রথম প্রহরে একশ বছর পূর্ণ করবে। জ্ঞানে, প্রতিষ্ঠায় এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সমাজের বহুদিক আলোকিত করেছেন। রাজনীতি, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের গৌরবোজ্জ্বল উপস্থিতি রয়েছে।