কুমিল্লার মনোহরগঞ্জে অসহায় বিধবা খোদেজা বেগমের বসত ঘর আগুনে পুড়ে ছাঁই

আকবর হোসেন।।

কুমিল্লার মনোহরগঞ্জে অসহায় বিধবা খোদেজা বেগমের বসত ঘরটি আগুনে পুড়ে ছাঁই হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোর ৪ ঘটিকার সময়। অসহায় বিধবা খোদেজা বেগমের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাটিরপাড় গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

অসহায় খোদেজা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার বিছানার চারপাশে ও বসত ঘরের বেড়ায় আগুন জ্বলছে। তখন আমার সাথে থাকা আমার দুই মেয়েকে নিয়ে দৌঁড়ে ঘর থেকে বের হয়ে যাই। মূহুর্তের মধ্যে আমার বসত ঘরটি আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আমি বিধবা মানুষ। আমার ৪ মেয়ে। দুই মেয়েকে বিয়ে দিয়েছি। এক মেয়ে ১০ শ্রেণিতে পড়ে আরেক মেয়ে ৮ ম শ্রেণিতে পড়ছে। আমার ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। মেয়েদের বইগুলোও পুড়ে ছাঁই হয়ে গেছে। আমি সকলের সহযোগী চাই। এছাড়াও বিধবা খোদেজা বেগমের ঘরের পাশে থাকা বাচ্চু মিয়ার গোডাউন ঘরটিও পুড়ে ছাঁই হয়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল আমিন সরদার, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারি প্রকৌশলী সুলতান মাহমুদসহ আরো অনেকে।

এ সময় সরকারি সহায়তার পাশাপাশি এলজিআরডি মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে সহযোগীতার করার আশ্বাস প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যানসহ অন্যান্যরা।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!