কুমিল্লার লালমাইয়ে অর্থমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান 

খান মোহাম্মদ রুবেল হোসেন :
লালমাই উপজেলা অডিটোরিয়ামে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি মহোদয়ের নিজস্ব উদ্যোগে উপজেলার ২ টি কলেজ ও ৮ টি বিদ্যালয় সহ নির্বাচনী এলাকায় মোট ৩০ টি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান এবং উপজেলা অসহায় ও দুঃস্থ ১০০ জন রোগীকে ১০ হাজার করে মোট ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।
মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু কল্যাণ মিত্র সিংহ রতন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের  সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী কামরুল হাসান ভুট্টো, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয় প্রমুখ।
উপজেলার বিভিন্ন শিক্ষা – প্রতিষ্ঠানের পক্ষে অনুদান গ্রহণ করেন অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল আহসান, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ  ফারুকুল ইসলাম ভুইঁয়া, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ, হাজাত খোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মান্নান,
হরিশ্বর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস কাঞ্চন, আলিশ্বর আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সিদ্ধার্থ সিংহ, শাকেরা আর এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ, প্রেমনল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, জামুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলেক হোসেন, গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক ও মাননীয় অর্থমন্ত্রীর এপিএস কল্যাণ মিত্র সিংহ রতন বক্তব্যে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!