প্রেস বিজ্ঞপ্তি :
কুমিল্লার সদর দক্ষিণ থেকে ৬২ বোতল ফেন্সিডিল ও ৩১৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব- ১১ এর একটি দল। রবিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সাতবাড়িয়া এলাকায় কুমিল্লা র্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে চালিয়ে সুয়াগাজী বাজার সংলগ্ন সাতবাড়িয়া গ্রামের মোঃ এখলাছ উদ্দিন সুমন এর স্ত্রী মাদক ব্যবসায়ী মোছাঃ জেছমিন আক্তার (২৭), কে ৬২ বোতল ফেন্সিডিল ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানা যায়। ধৃত আসামীদ্বয় জব্দকৃত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন লোকদের সাথে মাদক ব্যবসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করত বলে স্বীকার করে। একই তারিখ রাত্রি বেলায় পৃথক আরেকটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের একটি বিশেষ দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন জগমোহনপুর (সোয়ারখিল পশ্চিম পাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কামরুল হাসান গ্রেফতার করে । এ সময় তাদের নিকট থেকে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ৩,২০০/- টাকা উদ্ধার করা হয়।