স্টাফ রিপোর্টার :
কুমিল্লায় বাংলাদেশ ইউথ ক্যাডেট ফোরাম কারাতে উইংস এর উদ্দ্যোগে কারাতে প্রশিক্ষনার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধনে পরিচালিত কুমিল্লার কারাতে দল গুওেলার প্রশিক্ষনার্থীদের এ ঈদ উপহার প্রদান করে বাংলাদেশ ইউথ ক্যাডেট ফোরাম। এ কাজে সহযোগিতা করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থ ও কারাতে টিচার্স ফাউন্ডেশন।
বুধবার সকালে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার হল রুমে প্রশিক্ষনার্থীদের মাঝে ঈদ উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউথ ক্যাডেট ফোরামের চেয়ারম্যান শাহ মুজিবুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল আলম চপল, শফিরুল খন্দকার বাদল, কারাতে প্রশিক্ষক মোখলেছুর রহমান আবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, কারাতে প্রশিক্ষক সাইফুল ইসলাম সুজন, নাজমুল, মোঃ ফারুক, ক্যাডেট জাহিদ হাসান হৃদয়, প্রান্ত ইসলাম, এম এ আসাদ, হৃদয় হোসেন।