কুমিল্লায় গোডাউনে মিললো ৫০০ লিটার তেল

নিজস্ব প্রতিবেদক।।

মজুত রেখেও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে কুমিল্লায় ৫০০ লিটার তেলসহ একটি গোডাউন সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তিন দোকানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সয়াবিন তেল মজুত রেখেও বেশি দামে বিক্রির অপরাধে পুলিশ লাইন্স এলাকায় মেসার্স আমড়াতলী ডিপার্টমেন্টাল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৫০০ লিটার তেলসহ প্রতিষ্ঠানটির গোডাউন সিলগালা করা হয়।

অন্যদিকে বেশি দামে তেল বিক্রি করায় রূপচাঁদার কুমিল্লার ডিলার মেসার্স শংকর সাহাকে ৫০ হাজার টাকা এবং স্টেশন রোডের মেসার্স হুমায়ুন ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!