কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম ও লাকসামে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ১ হাজার ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

শুক্রবার (১ জুলাই) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকা থেকে ১ হাজার ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন, চৌদ্দগ্রামের জগমোহনপুর গ্রামের মৃত মুকবুল আহাম্মেদের ছেলে লোকমান হোসেন (৩৫) এবং একই গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ তারেক হোসেন (২১)।

এছাড়াও পৃথক আরেকটি অভিযানে শুক্রবার সকালে লাকসাম উপজেলার উত্তর গাজীপুর এলাকায় থেকে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গোকুল নগর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মোঃ শাহিন মিয়া (৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার লাকসাম ও চৌদ্দগ্রাম মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!