কুমিল্লায় বিজিবির সোয়া ৯ কোটি টাকার মাদক ধ্বংস

অনলাইন ডেস্ক :

কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে গত ১০ মাসে পাচারের সময় বিজিবি ২৭ কোটি ৩১ লাখ টাকার মাদকসহ অন্যান্য মালামাল উদ্ধার করে। এসময় বিজিবি ১৫’শ মামলায় ২৪৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

এসব মাদকের মধ্যে মালিকবিহীন অবস্থায় প্রাপ্ত সোয়া ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার দুপুরে কুমিল্লা ১০ বিজিবি কার্যালয় মাঠে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র‌্যাবের ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদক দ্রব্য ধ্বংস করে বিজিবি।

১০ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ড কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী অনুষ্ঠানে এসব তথ্য জানান। মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির সরাইল রিজিয়নের (উত্তর-পূর্ব রিজিয়ন) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদুল ইসলাম,

কুমিল্লা সদর সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, এনএসআই কুমিল্লার যুগ্ম পরিচালক জিএম আলিম উদ্দিন, কুমিল্লা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইমরুল হাসান।

 

বিডি প্রতিদিন

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!