কুমিল্লার মনোহরগঞ্জে বিষপানের এক দিন পর ইউনিয়ন পরিষদের সদস্যের মৃত্যু হয়েছে। ওই ইউপি সদস্যের নাম শাহজাহান শাহিন (৫৫)। তিনি উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. নুরুল ইসলমের ছেলে এবং হাসনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
স্থানীয়রা জানায়, শাহজাহান শাহীন বেশ কিছুদিন যাবৎ বিষণ্ন তায় ভুগছিলেন। গত রবিবার দুপুরে তিনি বিষপান করেন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত সোমবার বিকেলে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে ওই দিন রাত সাড়ে ৮টায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘শুনেছি শাহীন মেম্বার বিষপান করে আত্মহত্যা করেছেন। তার তিন স্ত্রী। একজন ঢাকায় থাকেন। তার মৃত্যুর মূল কারণ স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে পারিবারিক কলহের কারণে তিনি বিষপান করতে পারেন বলে জানা গেছে।’
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, ‘শুনেছি তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে দেখব।