০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় মাদকের আধিপত্য নিয়ে যুবক খুন

  • তারিখ : ০১:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / 414

কুমিল্লা মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান (২৫) নামের একজন যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ জানুয়ারি) রাতে নগরীর কুমিল্লা হাইস্কুলের পিছনে মোগলটুলি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মান্না গাংচর চৌধুরী পাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থায়ীদের বরাত দিয়ে তিনি জানান, নিহত মান্নার সঙ্গে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আধিপত্যের জেরে দু-গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে বেশ কয়েকজন মান্নানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মান্নানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে সকালে অভিযান চালিয়ে ২/৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত মান্নার বিরুদ্ধে তিনটি মাদক মামলার একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় মাদকের আধিপত্য নিয়ে যুবক খুন

তারিখ : ০১:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

কুমিল্লা মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান (২৫) নামের একজন যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ জানুয়ারি) রাতে নগরীর কুমিল্লা হাইস্কুলের পিছনে মোগলটুলি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মান্না গাংচর চৌধুরী পাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থায়ীদের বরাত দিয়ে তিনি জানান, নিহত মান্নার সঙ্গে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আধিপত্যের জেরে দু-গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে বেশ কয়েকজন মান্নানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মান্নানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে সকালে অভিযান চালিয়ে ২/৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত মান্নার বিরুদ্ধে তিনটি মাদক মামলার একটি চাঁদাবাজির মামলা রয়েছে।