শিরোনাম :
কুমিল্লায় মাস্ক পরিধান নিশ্চিতকরনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- তারিখ : ০৩:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / 295
করোনায় ২য় ঢেউ মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নের কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে মাস্ক পরিধান নিশ্চিতকরনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার নগরীর ঝাউতলা, কান্দিরপাড়, রামঘাটলাসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের ৪টি টিম অভিযান পরিচালনা করছেন। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা।
মাস্ক পরিধান নিশ্চিতকরনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম জানান, সরকারি নিদের্শনা পালনে প্রতিদিনই আমাদের ৪ থেকে ৫ টি টিম কুমিল্লায় অভিযান পরিচালনা করব, আমরা মাস্ক পরিধানের জন্য সচেতনতার পাশাপাশি জরিমান করে থাকি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।