০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাব আনারস বাহি ট্রাকে অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক

  • তারিখ : ০৬:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
  • / 337

মো. জাকির হোসেন :
কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২, এর একটি আভিযানিক দল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জেলার দেবিদ্বার উপজেলার বারেরা বাসষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং আনারস ভর্তি একটি ট্রাকের ভিতর লুকিয়ে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হল চট্টগ্রাম জেলার ভূজপুর উপজেলার হেয়াকো (কড়ই বাগান) গ্রামের মোঃ শরীফ মিয়ার ছেলে মোঃ সোহেল রানা (২২) এবং একই এলাকার মোঃ মাহাবুব হকের ছেলে মোঃ রাশেদ মিয়া (২০)।

এ সময় তাদের নিকট থেকে সর্বমোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা দেবিদ্বার থানায় মাদক আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় র‌্যাব আনারস বাহি ট্রাকে অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক

তারিখ : ০৬:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০

মো. জাকির হোসেন :
কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২, এর একটি আভিযানিক দল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জেলার দেবিদ্বার উপজেলার বারেরা বাসষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং আনারস ভর্তি একটি ট্রাকের ভিতর লুকিয়ে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হল চট্টগ্রাম জেলার ভূজপুর উপজেলার হেয়াকো (কড়ই বাগান) গ্রামের মোঃ শরীফ মিয়ার ছেলে মোঃ সোহেল রানা (২২) এবং একই এলাকার মোঃ মাহাবুব হকের ছেলে মোঃ রাশেদ মিয়া (২০)।

এ সময় তাদের নিকট থেকে সর্বমোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা দেবিদ্বার থানায় মাদক আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।