দেলোয়ার হোসেন জাকির :
করোনা প্রাদুর্ভাবের কারনে কুমিল্লার কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
খাদ্য সামগ্রীগুলো সুন্দর পরিবেশে বিতরনের জন্যে সোমবার কুমিল্লা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন তিনি, এক সাথে অনেক মানুষ দূরত্ব বজায় রেখে স্টেডিয়াম মাঠ থেকেই খাদ্য সামগ্রী বিতরন করা হবে জানান তিনি।
এর আগে করোনা দুর্যোগের কারনে কর্মহীন হয়েপড়া করাতকল শ্রমিক, রং মিস্ত্রি ঋষি- জেলে, ফেরিওয়ালা, স্বর্ণ দোকানের কারিগর, রিক্সাভ্যান শ্রমিকসহ বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি বাহার।
কুমিল্লা স্টেডিয়াম মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক ও মহানগর আওয়ামীলীগ নেতা মোঃ লালু।