কুমিল্লায় ১৬ হাজার পিস ইয়াবা পাচারকালে গ্রেফতার ২

কুমিল্লায় প্রাইভেট কারের স্পেয়ার টায়ারের ভেতরে করে অভিনব কায়দায় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কাশিমপুর এলাকায় র‌্যাব এ অভিযান পরিচালনা করে। সোমবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজারের টেকনাফ উপজেলার ডেইলপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে হোসেন আহম্মেদ (২৮) ও একই উপজেলার জাদিমুড়া গ্রামের নুর আহম্মদের ছেলে নজু মোল্লা (২৫)। জব্দকৃত ১৬ হাজার পিস ইয়াবা ও নগদ টাকা জব্দকৃত ১৬ হাজার পিস ইয়াবা ও নগদ টাকা।

মেজর সাকিব জানান, অভিনব কায়দায় প্রাইভেট কারের অতিরিক্ত টায়ারের ভেতরে করে ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় হোসেন আহম্মেদ ও নজু মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যমতে টায়ারের ভেতর থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৬০ গ্রাম ভাঙ্গা ইয়াবা এবং মাদকদ্রব্য পাচারে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!