নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডস্থ জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় মঙ্গলবার বিকালে একশত শীতার্ত এতিমের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী,জামিয়াতুস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল মুফতি ইয়াকুব আলী।
এ সময় সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর,সেকেন্ড অফিসার এস আই খাদেমুল বাহার, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রোটাঃ আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া,রোটাঃ গাজী ছাদেকুর রহমান, শফিকুল আলম, তিশা প্লাস এর ব্যবস্থাপনা পরিচালক দুলাল হোসেন অপু, সমাজ সেবক সাইফুল ইসলাম বাবুল, আব্দুর রব,জাহিদ আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বহু ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।