কুমিল্লা নগরীর কাটাবিল এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল গাঙ্গলী মাঠের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার চকবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, ওইদিন ভোরে ডোবার মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখনও ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার মুখে সাদা দাড়ি রয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!